আউটসো র্সিং Zaman Sir. আউটসোর্সিং কি ? আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ যা নিজেরা না করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। আউটসোর্সিং

Slides:



Advertisements
Similar presentations
HI! STUDENTS. Follow the instructions given bellow.
Advertisements

Statistically Motivated Example-based Machine Translation using Translation Memory Sandipan Dandapat, Sara Morrissey, Sudip Kumar Naskar, Harold Somers.
English Second Paper Class Nine Time 40 min.. When we ask anything to anybody then we use Interrogative sentences. Such as - What’s your name? How are.
Good Morning Dear Students I Hope all of You are very well.
WELLCOME TO CLASS VI PIPLU DEB ASSISTANT TEACHER SHAHNAGAR BOHUMUKI HIGH SCHOOL FATICKCHARI,CHITTAGO NG CELL:
WELCOME PRESENTED BY K. M. Faruk Lecturer (Islamic History & Culture) Bhatpur Alim Madrasa Sreebordi, Sherpur.
WELCOME.
Fertilizer Recommendation Service
শুভেচ্ছা. শিক্ষক পরিচিতিঃ জি. এম. নুরুন্নবী প্রভাষক পরিসংখ্যান বিভাগ রাণী ভবানী সরকারি মহিলা, কলেজ আই. ডি নং – ২১ মোবাইল নং - ০১৯১১২৬৯০৫৩
আমার উপস্থাপনায় সকলকে সু-স্বাগতম
National Initiatives of Digital Bangladesh for the Health Sector Access to Information Programme Prime Minister’s Office.
Supplier capability building project and tool Guidance for use.
Classes: nine & ten Part: Narration Topic: introducing Person Step: first.
Narration/ Speech/Narrative Style (উক্তি)
WELCOME. MD. ATWAR HOSSAIN Who made the slide Mobil No: Hossain Mobil No: Hossain
TRANS FORMATION OF SENTENCE বাক্য রূপান্তর/ পরিবর্তন
Understanding e- Commerce A-Level Ict. ই - কমার্স  বিজনেসে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সংঘটিত লেনদেনকে ই - কমার্স বলা যেতে পারে। বাংলাদেশে সর্ব প্রথম.
Well Come To All. ej†Zv wb‡Pi Qwe‡Z wK †`Lv hv‡”Q ?
আসছালামুয়ালাইকুম আমার ডিজিটাল ক্লাশ রুমে সবাইকে স্বাগতম.
Edit the text with your own short phrases. Make it easier to change the pictures: Use the Selection Pane to temporarily hide a Picture Placeholder. (Home.
Welcome dear students Welcome slide.
Lecturer in English Baliakandi Degree College Bijbag, Senbag, Noakhali. Robiul Hassan.
THE BEST IBADATH IN ISLAM Prepared by: Dr. Abdul Hakim
Introduction Md.Nazrul Islam Head Teacher Binoy Govt.Primary School English Debigonj,Panchagarh Class:Five Mobile:
Welcome. Presented by- Most. Munira Sultana Head Teacher Upper Rajarampur Govt.Pri.School Chapai-Nawabgonj Sadar.
Md. Zakir Uddin Assistant teacher - ID NO-11 Shaheed Aman Ullah High School, Begumgonj, Noakhali Mob: Teacher identity.
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ মাহে রমজান : রহমত, বরকত এবং নাজাত এর মাস.
MD. KAMRUZZAMAN (SAGOR) ASSISTANT TEACHER IN ENGLISH SHIDHALKURA SARIATIA DAKHIL MADRASA. DAMUDDYA-SHARIATPUR. Class- Nine English 2nd Paper.
Welcome to English in Action Teacher Development Meeting -3.
এই স্লাইডটি সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য। সুতরাং এটি হাইড করা আছে। এই স্লাইডটি সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য। সুতরাং এটি হাইড করা আছে। পাঠটি শ্রেণিকক্ষে উপস্থাপনের.
Welcome. Identification of teacher Helal uddin Assistant teacher( computer) laribari adorsha high school kalukhli,Rajbari
Md. Feroz Ahmed Lecturer, Political Science Govt. BM. College, Barisal পরীক্ষামূলক স্লা্ইড । ফন্ট সমস্য সমধানের চেস্টা করছি ।
Hello! May I introduce myself? I am B.M. Sofiur Rahman. Head Teacher Mahmanay Alia Govt: Primary School.
Assistant Teacher Betagi Model Govt. Primary School Betagi, Borguna.
Welcome to the Presentation On APA Review Presented by Mahfuza Begum Senior Assistant Secretary Cabinet Division.
Welcome. Identification of teacher M S Alam Mostafa. ID 23. Assistant Head teacher Sultanpur Hanif Bhuiyan School and College. Begumgonj, Noakhali.
Khandker Sadia Arafin Senior Assistant Secretary Cabinet Division Concept of Government Performance Management System (GPMS)
Welcome. Introduction Nazrul Islam Sarkar B.A.(Hons).M.A.B.Ed Alhaj Hanef Ali Dahkil Madrasah Monirampur,Jessore
Welcome to English Class MY PROFILE Md. Abu Kauser Sarker Assistant Teacher BTCL Ideal School & College Cell:
WellcomeIdentityOutcome Discussion Declaration EvaluationHome Work Well come.
শ্রেণিঃ 3 য় বিষয়ঃ বাংলা সময়ঃ ৪০ মিনিট শ্রেণিঃ 3 য় বিষয়ঃ বাংলা সময়ঃ ৪০ মিনিট.
আমারা ডাক্তারবাবুরা তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি !!
কুরআনিক আরবী গ্রামার পর্ব - ৩ আরবী শব্দ 1. 2 আরবী শব্দ / পদ ( Word/Parts of Speech /كَلِمَةٌ) 3.
Welcome.
Bloom’s Taxonomy of Learning
Our Sunderbans.
স্বা গ ত ম.
Bloom’s Taxonomy of Learning
Machine Translation: Techniques, Technologies and Challenges
1. Number Systems.
SUBJECT & PREDICATE.
সুন্দরবনের প্রাণি
বায়ুদূষণ সঞ্জনা দে বিষয় - ভূগোল. WHO- পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ যখন মানুষ ও তার পরিবেশের ক্ষতি করে সেই অবস্থাকে বায়ুদূষণ.
By Erosion & Deposition
যান্ত্রিক হিসাবরক্ষনের ভূমিকা Introduction to Mechanised Accounting
Sundarban A Mangrove Forest.
স্বাগতম পরিবারবর্গ! আমরা আপনাকে উৎসাহিত করি: তৈরি করুন ও খেলুন
আয়করের ভূমিকা Introduction to Income Tax
মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে
Protozoa-general characters & classification প্রোটোজোয়ায়ের ডায়াগনস্টিক বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ.
আজকের ক্লাসে সকলকে আন্তরিক সুভেচ্ছা ।. মাহমুদা খাতুন সহকারি শিক্ষিকা ( কম্পিউটার ) নওদাপারা নবিগঞ্জ দাখিল মাদ্রাসা বগুড়া । gmailgmail :
Presented By Mohammad-Abdulla-Al Amin
Be Verb.
সৈয়দ মাহবুব হাসান আমিরী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
Bloom’s Taxonomy of Learning
WELCOME TO THE HIGHER MATHEMATICS CLASS
২৫ তম বিসিসি ওয়ার্কিং গ্রুপ মিটিং
ডিএলআই, ডিএলআর ১৩ ও ১৪ এবং এর সফলতা যে বিষয়গুলোর উপর নির্ভরশীল DLI=Disbursement Linked Indicators.
স্বাগতম পরিবারবর্গ! আমরা আপনাকে নিচের বিষয়ের কোনও একটি নিয়ে আপনার আশেপাশের লোকদের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছি: এমন কোনও মূল্যবোধ যা আপনার তরুণ বয়সে
পাঠ পরিচিতিঃ শ্রেণীঃদশম বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Presentation transcript:

আউটসো র্সিং Zaman Sir

আউটসোর্সিং কি ? আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ যা নিজেরা না করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ যা নিজেরা না করে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। যে ব্যক্তি কারো অধীণে না থেকে স্বাধীণভাবে ইন্টারনেটের সাহায্যে বা অন্য কোনো উপায়ে কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া তাদের কাজ সম্পন্ন করে থাকে তাকে ফ্রিল্যান্সার (Freelancer) বলে এবং কাজ করার এই পদ্ধতিকে ফ্রিল্যান্সিং বলে । যে ব্যক্তি কারো অধীণে না থেকে স্বাধীণভাবে ইন্টারনেটের সাহায্যে বা অন্য কোনো উপায়ে কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া তাদের কাজ সম্পন্ন করে থাকে তাকে ফ্রিল্যান্সার (Freelancer) বলে এবং কাজ করার এই পদ্ধতিকে ফ্রিল্যান্সিং বলে ।

ফ্রিল্যান্সিং কেন করবো ? একজন ফ্রিল্যান্সারের রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা । একজন ফ্রিল্যান্সারের রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা । একজন ফ্রিল্যান্সারের রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা । একজন ফ্রিল্যান্সারের রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা । একজন ফ্রিল্যান্সার বাড়িতে বসে বা যেখানে ইচ্ছা বসে কাজ করতে পারে যদি তার কাছে ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার থাকে । একজন ফ্রিল্যান্সার বাড়িতে বসে বা যেখানে ইচ্ছা বসে কাজ করতে পারে যদি তার কাছে ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার থাকে । এসব সুবিধা ছাড়াও আউটসোর্সিং এর কল্যাণে প্রতিবন্ধীরাও আয় করতে পারে। এসব সুবিধা ছাড়াও আউটসোর্সিং এর কল্যাণে প্রতিবন্ধীরাও আয় করতে পারে। এছাড়া গৃহিণীরাও ঘরে বসে আয় করতে পারে, সংসারের কাজের পাশাপাশি । এছাড়া গৃহিণীরাও ঘরে বসে আয় করতে পারে, সংসারের কাজের পাশাপাশি ।

অনলাইনে কাজের ধরণ  গ্রাফিক্স ডিজাইন ।  ওয়েব সাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, মেইন টেন্স ।  ডাটা এন্ট্রি ।  ই - মার্কেটিং ।  নেটওয়ার্কিং ।  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।  সফটওয়্যার ডেভেলপমেন্ট ।  ইনফরমেশন সিস্টেম ।  কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে লেখা ।

আউটসোর্সিং এবং বাংলাদেশের অবস্থান আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশ এখন মোটামুটি সম্মানজনক স্থানে অবস্থান করছে । এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে এর পেছনের মানুষগুলোকে অনেক পরিশ্রম করতে হয়েছে ।সম্প্রতি বাংলাদেশ “Top 30 Countries in the ICT industry” এর লিস্টের মধ্যে রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ ২৬তম স্থানে রয়েছে । আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশ এখন মোটামুটি সম্মানজনক স্থানে অবস্থান করছে । এই সম্মানজনক অবস্থানে পৌঁছাতে এর পেছনের মানুষগুলোকে অনেক পরিশ্রম করতে হয়েছে ।সম্প্রতি বাংলাদেশ “Top 30 Countries in the ICT industry” এর লিস্টের মধ্যে রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ ২৬তম স্থানে রয়েছে ।

আউটসোর্সিং এর জন্য কিছু উল্লেখযোগ্য সাইট আউটসোর্সিং এর জন্য কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরণের কাজ দিয়ে থাকে যা ফ্রিল্যান্সারেরা করে থাকে । এসব সাইটের মধ্যে উল্লেখযোগ্য সাইট সমূহ :  Upwork.com  Guru.com  Elance.com  Fiverr.com  Solutioninn.com

আউটসোর্সিং এর নামে প্রতারণা দুঃখজনক ব্যাপার হল আউটসোর্সিং এর সম্পর্কে মানুষের সঠিক ধারণা না থাকার কারনে খুব সহসাই তারা বিভিন্ন ধোঁকায় পরে যায় । দুঃখজনক ব্যাপার হল আউটসোর্সিং এর সম্পর্কে মানুষের সঠিক ধারণা না থাকার কারনে খুব সহসাই তারা বিভিন্ন ধোঁকায় পরে যায় । “ অতি তাড়াতাড়ি টাকা আয় করা, ঘরে বসে কোন কষ্ট ও কোন রকম দক্ষতা ছাড়াই টাকা আয় করা যায় ” এই রকম ভুল ধারণা থাকার কারনে মানুষ ঠকে। “ অতি তাড়াতাড়ি টাকা আয় করা, ঘরে বসে কোন কষ্ট ও কোন রকম দক্ষতা ছাড়াই টাকা আয় করা যায় ” এই রকম ভুল ধারণা থাকার কারনে মানুষ ঠকে। পি. টি. সি (PTC), এম. এল. এম (MLM) ধরনের সাইটগুলোও মানুষকে ধোঁকা দেয়। পি. টি. সি (PTC), এম. এল. এম (MLM) ধরনের সাইটগুলোও মানুষকে ধোঁকা দেয়। এছাড়াও অনেক ভুয়া সাইট রয়েছে যা ক্লিকের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে থাকে এছাড়াও অনেক ভুয়া সাইট রয়েছে যা ক্লিকের বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে থাকে । মনে রাখা প্রয়োজন যে অনলাইনে নিজ দক্ষতায় কাজ করে টাকা আয় করা হয় । ফ্রিতে বা কোনো কাজ না করে টাকা ঊপার্জন করা যায় না । মনে রাখা প্রয়োজন যে অনলাইনে নিজ দক্ষতায় কাজ করে টাকা আয় করা হয় । ফ্রিতে বা কোনো কাজ না করে টাকা ঊপার্জন করা যায় না ।

দক্ষতা অর্জন ও সঠিক দিক - নির্দেশনা বর্তমানে বাংলাদেশে এমন কম লোকই আছে যারা ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করে না । বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে । কারনে অকারনে তারা ইন্টারনেটে সময় অপচয় করে থাকে । তারা যদি কোনো নির্দিষ্ট বিষয়ে ( যেমন - ডাটা এন্ট্রির কাজ, টেলি - মার্কেটিং এর কাজ, গ্রাফিক্স ডিজাইনের কাজ ইত্যাদি ) দক্ষতা অর্জন করতে পারে এবং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আউটসোর্সিং করে টাকা ঊপার্জন করতে পারে ।

বেকারত্ব দূরীকরণে আউটসোর্সিং ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে, ‘ ডিজিটাল বাংলাদেশ ’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে । প্রুযুক্তির কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে পৃথিবী ।আর এই গতির সাথে তাল মিলিয়ে চলার জন্য নানা রকম প্রক্রিয়া চলছে । তারই ধারাবাহিকতায় দীর্ঘ দিনের নিরলস শ্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বেকার সমস্যা দূর করার বাস্তব সম্মত প্রকল্প বানানো হয়েছে, যার নাম “ অনলাইন আর্নিং প্রোগ্রাম ” ।দিনে যদি আমরা নিয়মিত অনলাইনে ৩ - ৪ ঘন্টা সময় দিতে পারি তবে মাসে ৩০০ - ৪০০ ডলার আয় করতে পারবো । অনলাইনে আয়ের মূল মাধ্যমগুলো হল : গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন, ডাটা এন্ট্রি, ই - মার্কেটিং, নেটওয়ার্কিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিস্টেম ইত্যাদি । “ অনলাইন আর্নিং প্রোগ্রাম ” ২০২১ সাল নাগাদ ‘ ডিজিটাল বাংলাদেশ ’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের বেকার সমস্যা অনেকটাই দূর করবে বলে আমাদের বিশ্বাস ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে, ‘ ডিজিটাল বাংলাদেশ ’ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে । প্রুযুক্তির কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে পৃথিবী ।আর এই গতির সাথে তাল মিলিয়ে চলার জন্য নানা রকম প্রক্রিয়া চলছে । তারই ধারাবাহিকতায় দীর্ঘ দিনের নিরলস শ্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বেকার সমস্যা দূর করার বাস্তব সম্মত প্রকল্প বানানো হয়েছে, যার নাম “ অনলাইন আর্নিং প্রোগ্রাম ” ।দিনে যদি আমরা নিয়মিত অনলাইনে ৩ - ৪ ঘন্টা সময় দিতে পারি তবে মাসে ৩০০ - ৪০০ ডলার আয় করতে পারবো । অনলাইনে আয়ের মূল মাধ্যমগুলো হল : গ্রাফিক্স ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন, ডাটা এন্ট্রি, ই - মার্কেটিং, নেটওয়ার্কিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিস্টেম ইত্যাদি । “ অনলাইন আর্নিং প্রোগ্রাম ” ২০২১ সাল নাগাদ ‘ ডিজিটাল বাংলাদেশ ’ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের বেকার সমস্যা অনেকটাই দূর করবে বলে আমাদের বিশ্বাস ।

আউটসোর্সিং