Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

কুরআনিক আরবী গ্রামার পর্ব - ৩ আরবী শব্দ 1. 2 আরবী শব্দ / পদ ( Word/Parts of Speech /كَلِمَةٌ) 3.

Similar presentations


Presentation on theme: "কুরআনিক আরবী গ্রামার পর্ব - ৩ আরবী শব্দ 1. 2 আরবী শব্দ / পদ ( Word/Parts of Speech /كَلِمَةٌ) 3."— Presentation transcript:

1 কুরআনিক আরবী গ্রামার পর্ব - ৩ আরবী শব্দ 1

2 2

3 আরবী শব্দ / পদ ( Word/Parts of Speech /كَلِمَةٌ) 3

4 সংজ্ঞা এক বা একাধিক বর্ণের পাশাপাশি মিলিত রুপকে শব্দ বলে এবং বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। আরবীতে শব্দকে كَلِمَةٌ বলে। যেমন - সে লিখেছিল كَتَبَ একজন দাস عَبْدٌ যখন / যদি اِذَا 4

5 শ্রেণীবিভাগ আরবী ভাষায় শব্দ / পদ তিন প্রকার - ১. اِسْمٌ ( বিশেষ্য, বিশেষণ ও সর্বনাম ) ২. فِعْلٌ ( ক্রিয়া ) ৩. حَرْفٌ ( অব্যয় ) 5

6 6

7 اِسْمٌ 7

8 اِسْمٌ হলো সে শব্দ যার - স্বাধীন অর্থ আছে স্বাধীন অর্থ আছে পরিবর্তনশীল পরিবর্তনশীল সময়ের সাথে সম্পর্ক নেই সময়ের সাথে সম্পর্ক নেই 8

9 আরবী ভাষায় اِسْمٌ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে -  বিশেষ্য ( Noun )  বিশেষণ ( Adjective / نَعْتٌ)  সর্বনাম ( Pronoun / ضَمِيرٌ ) । 9

10 বেশির ভাগ আরবি শব্দ اِسْمٌ 10

11 শ্রণীবিভাগ - নাম বাচক اسم - কোন কিছুর নাম ( বিশেষ্য / Noun ) । সর্বনামও ( Pronoun ) এ বিভাগের অন্তর্ভূক্ত নাম বাচক اسم - কোন কিছুর নাম ( বিশেষ্য / Noun ) । সর্বনামও ( Pronoun ) এ বিভাগের অন্তর্ভূক্ত গুন বাচক اسم - ( বিশেষ্যণ / Adjective /نَعْتٌ )- বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশক শব্দ গুন বাচক اسم - ( বিশেষ্যণ / Adjective /نَعْتٌ )- বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশক শব্দ 11

12 নাম বাচক اسم ( বিশেষ্য ) এবং গুন বাচক اسم ( বিশেষ্যণ )- এর পারস্পারিক অবস্থান 12

13 ইংরেজি ও বাংলা ভাষায় বিশেষ্যের ( Noun ) পূর্বে বসে বিশেষণ ( Adjective ) 13 করিম একটি স ছেলে Abdullah is a leared person

14 আরবী ভাষায় বিশেষ্যের ( Noun ) পরে বসে বিশেষণ ( Adjective ) 14

15 15 বিতাড়িত শয়তানটি اَلشَّيْطانِ الرَّجِيْمِ মহান কুরআন اَلْقُرْءَانُ العَظِيْمُ স্থায়ীভাবে সঠিক রাস্তাটি اَصِّرَاطَ الْمُسْطَقِيْمَ একজন সম্মনিত রাসূল رَسُوْلٌ كَرِيْمٌ একটি স্পষ্ট নিদর্শন ءَايَةٍ بَيِّنَةٍ একটি প্রতিপালিত প্রতিশ্রুতি وَعْدًا مَفْعُوْلًا একটি কঠিন শাস্তি عَذَابٌ أَلِيمٌ

16 নাম বাচক اسم ( বিশেষ্য ) এবং গুন বাচক اسم ( বিশেষ্যণ )- এর গঠন প্রকৃতির মধ্যে সম্পর্ক 16

17 বিশেষণ ( Adjective )- কে অবশ্যই তার বিশেষ্য ( Noun ও Pronoun)- এর সাথে মানানসই হতে হবে। 17

18 অর্থা বিশেষ্যের বচন, লিঙ্গ, আর্টিকেল ও শেষ অক্ষরের হরকত যা হবে বিশেষণেরও বচন, লিঙ্গ, আর্টিকেল ও শেষ অক্ষরের হরকত তাই হতে হবে। 18

19 উদাহরণ 19

20 20 বিতাড়িত শয়তানটি اَلشَّيْطانِ الرَّجِيْمِ মহান কুরআন اَلْقُرْءَانُ العَظِيْمُ স্থায়ীভাবে সঠিক রাস্তাটি اَصِّرَاطَ الْمُسْطَقِيْمَ একজন সম্মনিত রাসূল رَسُوْلٌ كَرِيْمٌ একটি স্পষ্ট নিদর্শন ءَايَةٍ بَيِّنَةٍ একটি প্রতিপালিত প্রতিশ্রুতি وَعْدًا مَفْعُوْلًا

21 সর্বনাম ( Pronoun / ضَمِيرٌ) 21

22 সর্বনাম হলো সে শব্দ যার - যা নাম বাচক اسم ( বিশেষ্য )- এর পরিবর্তে ব্যবহার হয় যা নাম বাচক اسم ( বিশেষ্য )- এর পরিবর্তে ব্যবহার হয় স্বাধীন অর্থ আছে স্বাধীন অর্থ আছে পরিবর্তনশীল পরিবর্তনশীল সময়ের সাথে সম্পর্ক নেই সময়ের সাথে সম্পর্ক নেই 22

23 বহুবচন ‌ দ্বি ‌ বচন একবচন هُمْهُمَاهُوَ هُنَّهُمَاهِىَ اَنْتُمْاَنْتُمَااَنْتَ اَنْتُنَّاَنْتُمَااَنْتِ نَحْنُنَحْنُاَنَا

24 বহুবচনদ্বিবচনএকবচনهُمْهُمَاهُ هُنَّ هُنَّهُمَاهَا كُمْكُمَاكَ كُنَّكُمَاكِ نَانَاىِ/ىَ/نِى

25 25

26 فِعْلٌ ( ক্রিয়া ) 26

27 فِعْلٌ হলো সে শব্দ যার -  স্বাধীন অর্থ আছে  পরিবর্তনশীল  সময়ের সাথে সম্পর্কযুক্ত 27

28 28

29 حَرْفٌ ( অব্যয় ) حَرْفٌ ( অব্যয় ) 29

30 حَرْفٌ হলো সে শব্দ যা - পরনির্ভর অর্থ প্রকাশক পরনির্ভর অর্থ প্রকাশক অপরিবর্তনশীল অপরিবর্তনশীল সময়ের সাথে সম্পর্ক নেই সময়ের সাথে সম্পর্ক নেই 30

31 31

32 বিভিন্ন আরবী ধরণের শব্দ চেনার উপায় বিভিন্ন আরবী ধরণের শব্দ চেনার উপায় 32

33 নাম ও গুণ বাচক اِسْمٌ চেনার উপায় 33

34 34 ১. শব্দের শেষে তানবিন ( দুই পেশ, দুই যবর, দুই যের ) থাকা ২. শব্দের শুরুতে اَلْ থাকা ৩. শব্দের শুরুতে বা পূর্বে যুক্ত বা বিযুক্ত অব্যয় থাকা

35 উদাহরণ 35

36 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطانِ الرَّجِيْمِ 36 আমি বিতাড়িত শয়তানটি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি

37 بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ 37 পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে ( আরম্ভ করছি )

38 সর্বনাম ( Pronoun / ضَمِيرٌ ) চেনার উপায় 38

39 39 ১. এক, দুই বা তিন অক্ষর বিশিষ্ট ২. নাম বাচক اسم ( বিশেষ্য )- এর পূর্বে বিযুক্ত অবস্থায় থাকে ৩. বিশেষ্য, ক্রিয়া ও অব্যয়ের শেষে যুক্ত অবস্থায় থাকে

40 উদাহরণ 40

41 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ বলুন তিনি আল্লাহ, অদ্বিতীয় 41

42 لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ তোমাদের জন্য তোমাদের প্রতিফল এবং আমার জন্য আমার প্রতিফল। 42

43 فِعْلٌ চেনার উপায় فِعْلٌ চেনার উপায় 43

44 44 ১. মূলক্রিয়া তিন বা চার অক্ষর বিশিষ্ট ( অধিকাংশ তিন অক্ষর বিশিষ্ট ) ২. اِسْمٌ বা অব্যয় নয় ৩. শব্দের প্রথমে اَ, يَ, تَ, نَ থাকা ( এ অক্ষরগুরো বর্তমান ও ভবিষ্যত কালের ক্রিয়ার চিন্হ ) ( এ অক্ষরগুরো বর্তমান ও ভবিষ্যত কালের ক্রিয়ার চিন্হ )

45 45 বর্তমান ও ভবিষ্যত কালের ক্রিয়ার চিন্হগুলো যার প্রতিনিধিত্ব করে - يَ নাম পুরুষের (3rd Person) চিন্হ يَ নাম পুরুষের (3rd Person) চিন্হ تَ মধ্যম পুরুষের (2nd Person) চিন্হ تَ মধ্যম পুরুষের (2nd Person) চিন্হ اَ উত্তম পুরুষ একবচনের (1st Person singular number) চিন্হ اَ উত্তম পুরুষ একবচনের (1st Person singular number) চিন্হ نَ উত্তম পুরুষ বহুবচনের (1st Person plural number) চিন্হ نَ উত্তম পুরুষ বহুবচনের (1st Person plural number) চিন্হ

46 حَرْفٌ চেনার উপায় حَرْفٌ চেনার উপায় 46

47 47 ১. এক, দুই বা তিন অক্ষর বিশিষ্ট ২. اِسْمٌ বা فِعْلٌ এর পূর্বে যুক্ত বা বিযুক্ত অবস্থায় থাকা

48 উদাহরণ 48

49 দ্বারা, তে, নিকট, সহিত بِ জন্য, এই কারণে لِ ন্যায়, মতো كَ কসম অর্থে وَ تَ

50 দিকে, অভিমুখে اِلَى উপরে, ব্যাপারে, বিরুদ্ধে عَلَى মধ্যে, ব্যাপারে فِى এর, হইতে مِنْ পর্যন্ত, তখন অবধি যখন...... حَتّى হইতে, ব্যাপারে عَنْ সহিতمَعَ সহিত, নিকট لَدُنْ لَدَى

51 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطانِ الرَّجِيْمِ 51 আমি বিতাড়িত শয়তানটি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি

52 بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ 52 পরম দয়ালু করুণাময় আল্লাহর নামে ( আরম্ভ করছি )

53

54 54 Laboratory Test

55 55 فَاِذَا قَرَاْتَ الْقُرْانَ فَاسْتَعِذْ بِاللّهِ مِنَ الشَّيْطانِ الرَّجِيْم অর্থ : যখন তোমরা কুরআন পড়বে তখন অবশ্যই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট সাহায্য চাইবে। ( নাহল / ১৬ : ৯৮ )

56 56 এ আয়াতের শিক্ষা কী ?

57 57 এ আয়াত থেকে শয়তানের কাজের ব্যাপারে কি তথ্য পাওয়া যায় ?

58 58 আল্লাহ তা ’ য়ালা সরাসরি তথ্যটি কেন দেন নি ?

59 59 শুধু আরবী গ্রামার জানার মাধ্যমে আয়াতখানি থেকে এ তথ্য বের করা যাবে কী ?

60 مع السلام Thanks


Download ppt "কুরআনিক আরবী গ্রামার পর্ব - ৩ আরবী শব্দ 1. 2 আরবী শব্দ / পদ ( Word/Parts of Speech /كَلِمَةٌ) 3."

Similar presentations


Ads by Google