Presentation is loading. Please wait.

Presentation is loading. Please wait.

BIO- Diversity.

Similar presentations


Presentation on theme: "BIO- Diversity."— Presentation transcript:

1 BIO- Diversity

2 INTRODUCTION Biodiversity is the degree of variation of life. This can refer to genetic variation, species variation, or ecosystem variation[ within an area, biome, or planet. Terrestrial biodiversity tends to be highest at low latitudes near the equator, which seems to be the result of the warm climate and high primary productivity. Marine biodiversity tends to be highest along coasts in the Western Pacific, where sea surface temperature is highest and in mid-latitudinal band in all oceans. জীববৈচিত্র্য হল জীবনের পরিবর্তন। নির্দিষ্ট প্রজাতির মধ্যে জীনগত তারতম্য, গোষ্ঠীর মধ্যে প্রজাতিগত তারতম্য এবং বাস্তুতন্ত্রের মধ্যে গোষ্ঠীগত তারতম্য ইত্যাদির সামগ্রিক বন্টন বা বিন্যাসকে জীববৈচিত্র্য বলে। স্থলজ জীববৈচিত্র্য বেশি পরিমানে নিম্ন অক্ষাংশে নিরক্ষরেখার কাছে উষ্ণ আবওহাওয়ায় দেখতে পাওয়া যায় এবং জলজ জীববৈচিত্র্য প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে যেখানে সমুদ্রতলের উষ্ণতা বেশি সেখানে এই বৈচিত্র্য লক্ষ্য করা যায়।

3

4 Definitions "Biodiversity" is most commonly used to replace the more clearly defined and long established terms, species diversity and species richness. Biologists most often define biodiversity as the "totality of genes, species, and ecosystems of a region". An advantage of this definition is that it seems to describe most circumstances and presents a unified view of the traditional three levels at which biological variety has been identified: Species diversity Ecosystem diversity Genetic diversity “জীববৈচিত্র্য” হল কোনো অঞ্চলের জীবসম্প্রদায়ের প্রজাতিগত বিভিন্নতা ও বাস্তুতন্ত্রে এদের সামগ্রিক বিন্যাস। জীববৈচিত্র্যকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় – প্রজাতিগত বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য জীনগত বৈচিত্র্য

5 Distribution Biodiversity is not evenly distributed, rather it varies greatly across the globe as well as within regions. Among other factors, the diversity of all living things (biota) depends on temperature, precipitation, altitude, soils, geography and the presence of other species. The study of the spatial distribution of organisms, species, and ecosystems, is the science of biogeography. Terrestrial biodiversity is up to 25 times greater than ocean biodiversity. Although a recent discovered method put the total number of species on Earth at 8.7 million of which 2.1 million were estimated to live in the ocean, however this estimate seems to under-represent diversity of microorganisms. জীববৈচিত্র্য বিভিন্ন জায়গায় সমানভাবে বন্টিত হয় না, অঞ্চল হিসাবে জীববৈচিত্র্য অঞ্চলকে চিহ্নিত করা হয়। বৈচিত্র্য নির্ভর করে সজীব বস্তুর উপর অর্থাৎ যেখানে তাপমাত্রা, বৃষ্টিপাত, উচ্চতা, মৃত্তিকা এবং অন্যান্য প্রজাতির উপর। জীব, প্রজাতি এবং বাস্তুতন্ত্রকে নিয়ে যে বিজ্ঞান তাকে জীববিজ্ঞান বলে। সামুদ্রিক জীববৈচিত্র্যের থেকে 25 গুন বড়ো স্থলজ জীববৈচিত্র্য। সাম্প্রতিক আবিষ্কার হয়েছে পৃথিবীতে মোট 8.7 মিলিয়নের প্রজাতির মধ্যে 2.1 মিলিয়ন প্রজাতি যারা সমুদ্রে বাস করে।

6 Hotspots A biodiversity hotspot is a region with a high level of endemic species that is under threat from humans. The term hotspot was introduced in 1988 by Dr. Sabina Virk. While hotspots are spread all over the world, the majority are forest areas and most are located in the tropics Brazil's Atlantic Forest is considered one such hotspot, containing roughly 20,000 plant species, 1,350 vertebrates, and millions of insects, about half of which occur nowhere else 1988 সালে হটস্পট কথাটি প্রথম প্রকাশ করেন ডা. সাবিনা বির্ক। যেখানে হটস্পট সারা বিশ্বে ছড়িয়ে আছে প্রধানত অরন্যাঞ্চলগুলিকে হটস্পট অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে। ব্রাজিলে আটলান্টিক অরন্যে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে 20,000 উদ্ভিদ প্রজাতি, 1,350 মেরুদন্ডী প্রানী এবং 10 লক্ষেরও বেশি কীতপতঙ্গ রয়েছে।

7 Biodiversity and agriculture
Agricultural diversity can be divided into two categories: intraspecific diversity, which includes the genetic variety within a single species, like the potato (Solanum tuberosum) that is composed of many different forms and types. The other category of agricultural diversity is called interspecific diversity and refers to the number and types of different species. Thinking about this diversity we might note that many small vegetable farmers grow many different crops like potatoes, and also carrots, peppers, lettuce etc. কৃষিগত বৈচিত্র্যকে দুটিভাগে ভাগ করতে পারি – আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য , যেটি জীনগত পরিবর্তন করে একটি আলাদা প্রজাতি থেকে অন্য বিভিন্ন আকার এবং প্রকার প্রজাতিতে রূপান্তর হয় যেমন আলু। অন্যটি হল কৃষিগত বৈচিত্র্য যেখানে প্রজাতির সংখ্যা এবং প্রকারভেদ করা হয়।এই বৈচিত্র্যে ছোটো সবজি চাষীরা বিভিন্ন ফসল উৎপন্ন করে।

8 Biodiversity and human health
Biodiversity's relevance to human health is becoming an international political issue, as scientific evidence builds on the global health implications of biodiversity loss. This issue is closely linked with the issue of climate change, as many of the anticipated health risks of climate change are associated with changes in biodiversity. This is because the species most likely to disappear are those that buffer against infectious disease transmission, while surviving species tend to be the ones that increase disease transmission, such as that of West Nile Virus, Lyme disease and Hantavirus. শারীরিক অবস্থাকে অনূকুল রাখার জন্যে জীববৈচিত্র্যকে বিশ্বব্যাপী গঠন করতে হবে, যাতে কোনো ভাবেই জীববৈচিত্র্য হ্রাস না পায়। জীববৈচিত্র্যের পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তন হয় তার জন্যে স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব পড়ে । জীববৈচিত্র্য না থাকার ফলে খাদ্যের অভাব দেখা যায় যার ফলে যে প্রজাতিগুলি টিকে থাকে সেগুলি রোগগ্রস্ত হয়ে পড়ে ফলে West Nile Virus, Lyme disease এবং Hantavirus এগুলি লক্ষ্য করা যায়।

9 Conclusion The each and every creature, plants in the earth weather it is big or small are a part of Biodiversity. Biodiversity enriches leisure activities such as hiking, bird watching or natural history study. Biodiversity inspires musicians, painters, sculptors, writers and other artists. Many cultures view themselves as an integral part of the natural world which requires them to respect other living organisms. So we should careful about bio diversity. পৃথিবীর জলবায়ুতে সমস্ত জীব, উদ্ভিদ বড়ো বা ছোটো অংশে জীববৈচিত্র্যের সাথে জড়িত। জীববৈচিত্র্য অনুপ্রাণিত করে গায়ক, চিত্রশিল্পী,ভাস্কর, লেখক এবং অন্যান্য শিল্পীদের। বিভিন্ন সমাজে দেখা যায় যে প্রাকৃতিক বিশ্ব হল সেখানকার একটি সম্পূর্ণ অংশ জৈবদেহকে তারা সমীহ করে। তাই জীববৈচিত্র্যকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।


Download ppt "BIO- Diversity."

Similar presentations


Ads by Google